সি.ই.ও

সামনে এমন সময় যে তথ্যপ্রযুক্তির (আইটি) জ্ঞান ছাড়া দক্ষতার কথা কল্পনাই করা যাবে না। তাই মৌলিক আইটি জ্ঞান দেওয়ার ব্যবস্থা করা এখন জরুরি। এই লক্ষ্যেই ২০১৭ সালে জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে কম্পিউটার অফিস পোগ্রাম , ডিজিটাল মার্কেটিং , ওয়েব ডিজাইন , ওয়েব ডেভেলপমেন্ট ,গ্রাফিক্স ডিজাইন কোর্স সহ বিভিন্ন কোর্স চালু রয়েছে।